Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ঘরের মাঠে ম্যাচসেরা হয়ে যা বললেন নাসুম আহমেদ


দৈনিক পরিবার | ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:১৪ এএম ঘরের মাঠে ম্যাচসেরা হয়ে যা বললেন নাসুম আহমেদ

সিলেটের মাঠে খেলে বড় হয়েছেন নাসুম আহমেদ। দীর্ঘ দুই বছর পর সোমবার টি-টোয়েন্টি খেললেন নিজ ঘরের মাঠে। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পান এই লোকাল স্পিনার। আর সুযোগ পেয়েই বাজিমাত করেছেন। ৩ উইকেট শিকার করেন নাসুম।
সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৩ বলে ১০৩ রান করে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত। বাংলাদেশের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নাসুম। জবাবে ১৩ ওভার এক বলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
৯ উইকেটের জয়ের পর নাসুম বলেন, ‘আমি বল হাতে যা অর্জন করেছি তা আমি যে সবার সমর্থন পেয়েছি সেই জন্যই। আমি এখানকার স্থানীয় ছেলে এবং এখানকার দর্শকদের কাছ থেকে সমস্ত সমর্থন পেয়েছি। তারা সত্যিই আমাকে উৎসাহিত করেছে।’
মাঠে শিশিরের প্রভাব ক্রিকেটারদের জন্য দুশিচিন্তার বিষয়। বিশেষ করে রাতে খেলা হলে শিশিরের কারণে বল ভিজে যায়। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও এমন আশঙ্কাই ছিল। তবে নাসুম এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত রেখেছিলেন। 
মাঠের পরিস্থিতি নিয়ে নাসুম জানান, ‘আমরা শিশিরের কারণে কিছুটা চিন্তিত ছিলাম, কিন্তু এটা আসলে তেমন ঘটেনি। এই উইকেটে একটু অতিরিক্ত বাঁক ছিল, যা গত ম্যাচের খেলার মতোই ছিল।’
তিন উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নাসুম। পুরস্কার পেয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে এই পুরস্কার পেয়ে আমি খুশি।’

Side banner