Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

নিয়ামতপুরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | তৈয়বুর রহমান সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:১৬ পিএম নিয়ামতপুরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২ (সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) নওগাঁর টি.এম.এ. মমিন।
স্থানীয় পর্যায়ে সুষম উন্নয়নের লক্ষ্যে রূপকল্প নির্ধারণসহ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব ও প্রযোজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রঞ্জন কুমার ঘোষ, পলিসি এন্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট, ওয়াটারএইড বাংলাদেশ। 
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর, নওগাঁর নাজমুল হোসাইন, পলিসি এন্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট, ওয়াটারএইড বাংলাদেশ রঞ্জন কুমার ঘোষ
উপজেলা কৃষি অফিসার মো: রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) , মো: হারুন অর রশিদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হকসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গোফরইমপ্যাক্ট কর্মসূচির বাস্তবায়ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ, উপজেলার সকল ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও ইএসডিও’র কর্মীবৃন্দ। 
ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিধি-বিধান, বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ চিহ্নিতকরণ, করণীয় পরামর্শ ও সুপারিশ বিবেচনায় রেখে প্রতিটি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন সাঈদ মাহাদী, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট, ওয়াটারএইড বাংলাদেশ, যা এই প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ তাঁদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে। 
সভায় প্রধান অতিথি টি.এম.এ. মমিন, তার বক্তব্যে বলেন “ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন ইউনিয়ন পরিষদের জন্য আইনী বাধ্যবাধকতা । আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে সকল ইউনিয়ন পরিষদকে তাঁর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে ওয়েবসাইটে প্রকাশ করার জন্য নির্দেশনা প্রদান করেন।”

Side banner