Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

ভিয়েতনামের আবহাওয়ায় সমস্যা দেখছেন না জায়ান


দৈনিক পরিবার | ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১, ২০২৫, ০৮:৫৩ এএম ভিয়েতনামের আবহাওয়ায় সমস্যা দেখছেন না জায়ান

আগামী ৩-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই। এই টুর্নামেন্ট খেলতে গতকাল ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ অ-২৩ দল। কাল বিশ্রামে কাটালেও আজ বিকেলে বল নিয়ে মাঠে অনুশীলন করেছেন মোরসালিন-জায়ানরা।
আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ বাংলাদেশ অ-২৩ দলের নতুন মুখ। মাত্র তিন সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন করেই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন পারফরম্যান্স ও শৃঙ্খলায়। আজ ভিয়েতনামে অনুশীলন শেষে বাফুফে প্রেরিত এক ভিডিও বার্তায় জায়ান বলেন, ‘আমাদের আজকের সেশন সংক্ষিপ্ত থাকলেও ভালো ছিল। আমরা অনেক কষ্ট করছি। আশা করি কোয়ালিফাই করতে পারব। এখানের আবহাওয়া বাংলাদেশের মতোই। বৃষ্টি পড়ে ও গরম। আমি বাংলাদেশে ক্যাম্প করেছি ফলে আবহাওয়া কোনো সমস্যা হবে না।’
বাংলাদেশ অ-২৩ দল এবারই প্রথম বিদেশে অনুশীলন ও ম্যাচ খেলেছে। ভিয়েতনামের আবহাওয়া ও গ্রুপের দলগুলোর শক্তি বিবেচনা করে বাফুফে অ-২৩ দলকে প্রায় দুই সপ্তাহ বাহরাইনে অনুশীলন করিয়েছে। বাহরাইনের গরম আবহাওয়ায় দু’টি ম্যাচও খেলেছে বাংলাদেশ। যা ফিফার টায়ার দুই স্বীকৃতি ছিল।
সিনিয়র জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে ডিফেন্ডার শাকিল আহাদ তপুর। তিনি বলেন, ‘আমরা লম্বা জার্নি করে এসেছি। গতকাল হোটেলে সাতারের মাধ্যমে রিকভারি হয়েছে। আজ মাঠে এসেছি। হাই ইন্টেসিটি না হলেও ভালো সেশন হয়েছে।’ অ-২৩ দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘রাত জেগে (২৯ আগস্ট) এসে কাল পৌঁছেছি। আজ সকালে ব্যক্তিগত মিটিং এবং বিকেলে পরিবেশের সঙ্গে অভ্যস্থতা হওয়ার জন্য ট্রেনিং হয়েছে। ট্যাকটিক্যাল সেশন আগামীকাল থেকে। দলের সবাই মোটিভেটেড দেশের জন্য কিছু করতে চায়।’
এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে ৪৪ দেশ অংশগ্রহণ করছে। ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স আপ আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ কখনো এই আসরে মূল পর্বে খেলেনি। এবার সিনিয়র জাতীয় দলে খেলা শেখ মোরসালিন, আহাদ তপু, আল আমিন, শ্রাবণ, ফাহমিদুল সহ আরো কয়েকজনকে এই টুর্নামেন্টে রাখা হয়েছে। সঙ্গে জায়ান আহমেদ, তানিল সালিক, কিউবা মিচেলের মতো প্রবাসী ফুটবলারও রয়েছেন। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল আগামীকাল ভিয়েতনামে পৌঁছানোর কথা। ৩ সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে তার না খেলার সম্ভাবনাই বেশি।

Side banner