Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

তিন সন্তান নিতে চান জাহ্নবী কাপুর


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:০৭ এএম তিন সন্তান নিতে চান জাহ্নবী কাপুর

সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত নতুন ছবি ‘পরম সুন্দরী’। ছবির প্রচারে ব্যস্ত এই জুটি এরই মধ্যে হাজির হয় জনপ্রিয় কপিল শর্মার শোতে। সেখানে জাহ্নবী জানালেন তার এক মনের ইচ্ছে; ভবিষ্যতে হতে চান তিন সন্তানের মা।
শো-এ জাহ্নবী বলেন, ‘তিন আমার জন্য খুব শুভ একটি সংখ্যা। আমার মনে হয়, তিন সন্তান থাকলে মজাই আলাদা হবে। কারণ, দুই ভাইবোন ঝগড়া করলে তৃতীয়জন হয় সেটা মেটাবে, নয়তো ঝগড়ার সঙ্গে যোগ দেবে। ব্যাপারটা অনেক মজার হবে। তাই ভেবেচিন্তেই আমি তিন সন্তানের কথা বলেছি।’ 
তার এই খোলামেলা মন্তব্যে উপস্থিত সবাই অবাক হয়ে যান। এমনকি সদ্য বাবা হওয়া সিদ্ধার্থ মালহোত্রাও চমকে ওঠেন।
উল্লেখ্য, ২৯ আগস্ট মুক্তি পেয়েছে তাদের ছবি ‘পরম সুন্দরী’। গল্পে দেখা যায়, উত্তর ভারতের তরুণ পরম বেড়াতে যায় কেরালায়। সেখানে পরিচয় হয় স্থানীয় মেয়ে সুন্দরীর সঙ্গে। চার্চে প্রথম দেখা থেকে শুরু হয় তাদের সম্পর্ক। এরপর ধীরে ধীরে এক উত্তর ভারতীয় ছেলে আর দক্ষিণ ভারতীয় মেয়ের প্রেমের কাহিনি গড়ে ওঠে। প্রেমের টানাপোড়েন, অভিমান আর দূরত্ব নিয়েই এগিয়েছে ছবির গল্প।

Side banner