Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

চিলমারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ১, ২০২৫, ০৮:৪৩ এএম চিলমারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদে ডুবে বিপ্লব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার রমনা মডেল ইউনিয়নের ভট্রপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। 
নিহত যুবক ওই ইউনিয়নের সাতঘরি এলাকার ছমছেল আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত যুবক বিপ্লব দুপুরে ঝাঁকি জাল দিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। নদে জাল ফেলতে গিয়ে স্রোতের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ১ ঘণ্টা পর ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করে।
চিলমারী নৌ-পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজের ১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Side banner