Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

তৈলাক্ত ত্বকের প্রাকৃতিক সমাধান মসুর ডাল


দৈনিক পরিবার | জীবনযাপন ডেস্ক আগস্ট ২৬, ২০২৫, ০৯:২৮ এএম তৈলাক্ত ত্বকের প্রাকৃতিক সমাধান মসুর ডাল

ত্বকের যত্নে শুধু দামি দামি প্রসাধনী নয়, আধুনিক নারীরা এখন সৌন্দর্যের ঘরোয়া উপায়গুলোর ওপরেও ভরসা করেন। আর সত্যি বলতে, আমাদের রান্নাঘরের উপকরণের মধ্যেই আছে ত্বক চর্চার নানান কার্যকরী সমাধান। এর একটি অন্যতম উদাহরণ বেসন বা মসুর ডালের গুঁড়া। বেসন আর চিনি দিয়ে বানানো যায় কার্যকরী স্ক্রাব, আবার এটি চমৎকার ক্লিনজারও বটে। তবে তৈলাক্ত ত্বকের যত্নে মসুর ডালের ব্যবহার সম্পর্কে জানেন কি? শুধু পরিষ্কারই নয়, এটি ত্বককে পুষ্টি জোগায় আর দেয় উজ্জ্বলতা।
তাই তৈলাক্ত ত্বকের যত্নে ঘরেই বানিয়ে নিন মসুর ডালের ৫টি সহজ ফেস প্যাক 
১. মসুর ডাল ও গোলাপজল
যেদিন ত্বক একদিকে তৈলাক্ত আবার অন্যদিকে টানটান মনে হয়, সেদিন এই ফেসপ্যাকটি দারুণ কার্যকর। রাতভর পানিতে ভিজিয়ে রাখা দুই টেবিল চামচ মসুর ডালের সঙ্গে এক টেবিল চামচ গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটি মসৃণ পেস্ট হয়ে এলে মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে ত্বক থাকবে আর্দ্র ও সতেজ।
২. মসুর ডাল ও অ্যালোভেরা জেল
সংবেদনশীল ত্বকের জন্য এই প্যাকটি পারফেক্ট। ভিজিয়ে রাখা মসুর ডালের সঙ্গে দুই চামচ টাটকা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার চোখের আশপাশের জায়গা বাদ দিয়ে সারা মুখে প্যাকটির পাতলা একটা স্তর লাগান। ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলেই দেখতে পাবেন আশ্চর্য পরিবর্তন।
৩. মসুর ডাল, মধু ও লেবুর রস
ত্বক যেদিন বেশি তৈলাক্ত ও নিস্তেজ লাগে, সেদিন বানিয়ে নিন বেসন, মধু ও লেবুর ফেসপ্যাক। আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডালের সঙ্গে মিশিয়ে নিন দুই টেবিল চামচ মধু ও কয়েক ফোঁটা টাটকা লেবুর রস। মসৃণ পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে নিয়ে হালকা কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সপ্তাহে দুইবার নিয়মিত ব্যবহার করলে নিস্তেজ ভাব কেটে যাবে, ত্বক ফিরে পাবে সতেজতা ও উজ্জ্বলতা।
৪. মসুর ডাল ও দই
যাদের তৈলাক্ত ত্বকে ব্ল্যাকহেড বা পোরের সমস্যা বেশি, তাদের জন্য মসুর ডাল ও দইয়ের এই প্যাকটি দারুণ উপকারী। ভিজিয়ে রাখা মসুর ডালের সঙ্গে দুই চামচ টক দই মিশিয়ে ক্রিমের মতো ঘন পেস্ট বানান। মুখে লাগিয়ে হালকা হাতে গোলগোল ঘুরিয়ে ৫ মিনিট মতো মেসেজ করুন। তারপর আরও ১৫ মিনিট রেখে দিন। এবার হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক পরিষ্কার ও টানটান হবে। সপ্তাহে একবার করলেই যথেষ্ট।
৫. মসুর ডাল ও হলুদ
ব্রণ বা ত্বকের হঠাৎ ব্রেকআউট কমাতে মসুর ডাল ও হলুদ একসঙ্গে দুর্দান্ত কাজ করে। ভিজিয়ে রাখা মসুর ডালে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে মসৃণ পেস্ট বানান। চোখের চারপাশ বাদ দিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে ব্রণ কমবে, ত্বক হবে পরিষ্কার ও উজ্জ্বল।
সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া

Side banner