নড়াইলের লোহাগড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের খেলার মাঠে বালু ভরাটের কাজ বন্ধের প্রতিবাদে এবং উক্ত কাজ পুনরায় চালুর দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশগ্রহণ করেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী, লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, ৩৮ নং এল.এল. গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং দি লিটিল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী।
সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুরাদুজ্জামান, লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, ক্রীড়া শিক্ষক মিন্টু হক প্রমুখ।
বক্তারা বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এ মাঠে খেলাধুলা করে আসছেন স্থানীয়রা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এখান থেকেই বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক হরষিত বিশ্বাস উঠে এসেছেন।
তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে খেলার মাঠে বন্ধ হয়ে যাওয়া বালু ভরাটের কাজ চালু করতে হবে। অন্যথায় পৌরসভা ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :