Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত


দৈনিক পরিবার | শাহিন নুরী সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০১:৪৮ পিএম গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রিপন মিয়া (২০) নামে এক শ্রমিক নিহত ও তিন শ্রমিক আহত হয়েছেন। রবিবার রাতে সদর উপজেলার পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়ার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকে শ্রমিকরা গাছের গুঁড়ি লোড-আনলোড করছিল। এ সময় নারায়নগঞ্জগামী কাজী লাইন পরিবহনের একটি দ্রতগামী বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয় এবং আরও তিন শ্রমিক গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

Side banner