চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে “বাংলাদেশর ক্যান্সার শিক্ষা এবং সচেতনতা” কর্মসূচীর আওতায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্থানীয় মহিলা-পুরুষদের নিয়ে ক্যানসার সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডাইসিন গ্রুপের সহযোগিতায় ও সাইফুন্নেসা-মকবুল দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্বাবধানে ক্যানসার সম্পর্কে স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাইসিন গ্রুপের পরিচালক রেজওয়ানুর রহমান, ডাইসিন গ্রুপের জিএম-ওয়্যার হাউজ আবুল কালাম আজাদ, প্রফেসর ডা. মুশতাক ইবনে আইয়ুব- ডিফিল ইন অনকোলজী, প্রফেসর ডা. মো. সাবিনা ইয়াসমিন-ডিপার্টম্যান্ট অফ জিনেটিক ইঞ্জিনিয়ারিং অফ বায়োটেকনোলজি ইউনিভার্সিটি অফ ঢাকা, ডা. কানিজ ফাতিমা ও ডাইসিন গ্রুপের কর্মকর্তাগণ এবং ক্যানসার সচেতনতা বিষয়ে ডাক্তার ও অতিথিগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :