Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

কালিয়ায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 


দৈনিক পরিবার | রাশেদ রাসু সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৬:২১ পিএম কালিয়ায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

নড়াইলের কালিয়ায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে বহিষ্কার করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন এবং পরে দুপুর ১টায় কালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়ে ইউসুফের পক্ষে স্লোগান দেন এবং বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা ইউসুফ বলেন, তার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি অভিযোগ করে বলেন, আমাকে কোনো শোকজ নোটিশ না দিয়েই সরাসরি বহিষ্কার করা হয়েছে, যা সাংগঠনিক ও আইনি ন্যায়বিচারের পরিপন্থী।
উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন বলেন, সেলিম রেজা ইউসুফ একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। হঠাৎ করে তাকে বহিষ্কার করলে সংগঠনে ভাঙন ধরবে।
টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ইউসুফের বিরুদ্ধে দায়ের করা মামলা ষড়যন্ত্রমূলক। মামলার সাক্ষীদের মধ্যেও দলের কর্মীদের নাম ব্যবহার করা হয়েছে।
উপজেলা বিএনপির সহ-সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু বলেন, একজন ত্যাগী ও সক্রিয় নেতাকে এভাবে বহিষ্কার করা মানে পুরো সংগঠনকে দুর্বল করা।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে ইউসুফের দীর্ঘদিন ধরে মতপার্থক্য চলে আসছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই ইউসুফের বহিষ্কারের মূল কারণ। অনেকে কেন্দ্রীয় সিদ্ধান্তকে ‘শৃঙ্খলাভঙ্গ নয়, বরং গ্রুপিংয়ের বলি’ হিসেবে দেখছেন।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে নেতারা একবাক্যে বলেন, সেলিম রেজা ইউসুফকে মিথ্যা মামলা দিয়ে বহিষ্কার করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দলীয় ঐক্যের জন্য হানিকর। আমরা কেন্দ্রীয় নেতাদের প্রতি দাবি জানাচ্ছি অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করা হোক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, পৌরসভার সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, সাবেক পৌর কমিশনার স. ম. একরাম রেজা, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হায়দার আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Side banner