Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

দামুড়হুদায় ৫ শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:২৫ এএম দামুড়হুদায় ৫ শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা

অর্থের অভাবে আগে কখনো ডাক্তার দেখাতে পারিনি। আজ এখানে বিনা খরচে চিকিৎসা ও ওষুধ পেয়েছি। আল্লাহ সংযোগের সবার মঙ্গল করুক এভাবেই অনুভূতি প্রকাশ করলেন দামুড়হুদার দলকা গ্রামের কৃষক হোসেন আলী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকা লক্ষ্মীপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ‘সংযোগ ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫’।
সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে এবং লক্ষ্মীপুর যুবসমাজের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকেই রোগীদের ভিড় লেগে থাকে। বিকেল আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই কার্যক্রম। এতে প্রায় ৫ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নেন। পাশাপাশি, স্থানীয় একটি মাদ্রাসার ২ শতাধিক শিক্ষার্থীর দাঁতের পরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে সেবা দিয়েছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত একদল অভিজ্ঞ চিকিৎসক। তারা হলেন- ডা. নাহিদ ফাতেমা রত্না, ডা. সুজা উদ্দীন পরাগ, ডা. আহসান হাবিব শাকিল, ডা. এ বি এম আবিদ হাসান, ডা. মো. শাহরিয়ার সিয়াম এবং ডা. নাইমুর রহমান স্বপ্নীল।
চিকিৎসকরা সাধারণ রোগ ছাড়াও দাঁতের সমস্যা, ডায়াবেটিস, গাইনি, শিশু ও মেডিসিন বিষয়ে পরামর্শ ও ওষুধ দেন।
চিকিৎসক ডা. মো. শাহরিয়ার সিয়াম বলেন, আমাদের উদ্দেশ্য মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। গ্রামের অনেক মানুষ চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হন। সংযোগ ফাউন্ডেশনের এ উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা।
দলকা গ্রামের রোকসানা খাতুন বলেন, আমার অনেকদিন ধরে মাথাব্যথা ও দুর্বলতা ছিল। আজ ফ্রি চিকিৎসা আর ওষুধ পেয়েছি। আমাদের মতো গরিব মানুষের জন্য এটা অনেক বড় পাওয়া।
কৃষক শহিদুল ইসলাম জানান, কাজের ব্যস্ততায় নিয়মিত ডাক্তার দেখানো সম্ভব হয় না। আজ দাঁতের চিকিৎসা আর ডায়াবেটিস পরীক্ষা একসঙ্গে করাতে পারলাম। চিকিৎসকেরা খুব আন্তরিকভাবে দেখেছেন।
মাদ্রাসা শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, ডাক্তার সাহেবরা দাঁতের যত্ন নেওয়ার নিয়ম শিখিয়েছেন। আগে এসব জানতাম না। অনেক উপকার হয়েছে।
হালিমা বেগম বলেন, অনেকদিন ধরে হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। ডাক্তার ওষুধ দিয়েছেন, ব্যায়ামও শিখিয়েছেন। টাকা ছাড়া চিকিৎসা পাওয়াটা আমাদের জন্য স্বপ্নের মতো।
আয়োজন সফল করতে সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ-এর চুয়াডাঙ্গা টিম এবং লক্ষ্মীপুরের স্থানীয় যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা রোগীদের লাইন ধরে বসানো, চিকিৎসা কার্যক্রম সহজ করা এবং স্বাস্থ্য সচেতনতা ছড়াতে লিফলেট বিতরণে সহায়তা করেন।
আয়োজক সংযোগ ফাউন্ডেশন জানিয়েছে, ভবিষ্যতে শুধু চুয়াডাঙ্গা নয়, দেশের অন্যান্য জেলাতেও নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। তাদের লক্ষ্য সবার জন্য সহজ ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
দিনব্যাপী এ আয়োজন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। চিকিৎসা শেষে অনেকে আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন চালু রাখার অনুরোধ করেন।

Side banner