Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

মাগুরায় খাবারে পোকামাকড়, হোটেল ব্যবসায়ীকে জরিমানা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:১০ এএম মাগুরায় খাবারে পোকামাকড়, হোটেল ব্যবসায়ীকে জরিমানা

মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ, খোলা খাবারে মাছি ও পোকামাকড় পাওয়ায় এক হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) শহরের ভায়না মোড় এলাকায় অভিযানে মেসার্স সোনার বাংলা হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স সোনার বাংলা হোটেল মালিক মো. উজির বিশ্বাসের হোটেলের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ, খোলা খাবারে মাছি ও পোকামাকড় পাওয়া যায়। মূল্য তালিকা হালনাগাদ না করা এবং নিষিদ্ধ কাগজে খাবার সংরক্ষণেরও প্রমাণ মেলায় অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফ্রিজে রাখা বাসি খাবার ধ্বংস করে দেওয়া হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি। তাই জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Side banner