জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোরেলগঞ্জ কাপুড়িয়াপট্টি বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে জনগণের দাবি পূরণে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। ঘোষিত ৫ দফা দাবি হলো— জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, জাতীয় নির্বাচনে উভয় পক্ষের জন্য পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট-৪ নমিনি অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, দেশের জনগণ আজ পরিবর্তন চায়। এ পাঁচ দফা বাস্তবায়ন ছাড়া গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।
তারা আরও জানান, দাবিগুলো আদায়ে পর্যায়ক্রমে বিক্ষোভ, সমাবেশ ও গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :