নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাকিব বিশ্বাস (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রাকিব বিশ্বাস লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামের মনির বিশ্বাসের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামে নির্মাণাধীন দুইতলা ভবনে খেলছিল রাকিব ও তার বন্ধুরা। ভবনটির দুইতলার পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সংযোগে রাকিব অসাবধানবসত হাত দিয়ে ফেলে। এতে সে বিদ্যুতায়িত হয়ে তার শরীরের বিভিন্নস্থানে ঝলসে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে ওইদিনি তাকে ঢাকায় নেয়া হয়, সেখানে একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সে মারা যায়।
লোহাগড়া পৌরসভার সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাটি দু:খজনক, তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :