Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

লোহাগড়ার পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক শারমিন


দৈনিক পরিবার | রাসেদুল ইসলাম সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৪:১৭ পিএম লোহাগড়ার পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক শারমিন

লোহাগড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা লোহাগড়ার ইতনা, রাধানগর, কামঠানা, লোহাগড়া রথখোলা, ছাতড়া ও লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পরিদর্শন করেন। 
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার সদস্য  ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, নড়াইল জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. নুরুল আবছার, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রিয়াদ, সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাফেজ, পূজা উদযাপন পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শংকর অধিকারী, সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অরুপ চক্রবর্তী, কোষাধ্যক্ষ সঞ্জয় বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ লোহাগড়া পৌর শাখার সভাপতি কিশোর রায়, সাধারণ সম্পাদক সুদর্শন কুন্ডু ছোটন, ইতনা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন বিশ্বাস, ইউপি সদস্য তমাল কৃষ্ণ কুন্ডু, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, রাশেদ রাসুসহ প্রমুখ। 
উল্লেখ্য, এবছর লোহাগড়া পৌরসভায় ৪২টি পূজা মন্ডবসহ উপজেলার ১২টি ইউনিয়নে ১৪৪টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

Side banner