Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০

বাঞ্ছারামপুরে গোলাম মোস্তফা কামালের ব্যাপক গণসংযোগ


দৈনিক পরিবার | বাঞ্ছারামপুর প্রতিনিধি সেপ্টেম্বর ৬, ২০২৩, ০২:২৮ পিএম বাঞ্ছারামপুরে গোলাম মোস্তফা কামালের ব্যাপক গণসংযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নেমেছেন গোলাম মোস্তফা কামাল। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই গ্রামের বাড়িতে চলে যান তিনি। সেখানে এলাকাবাসীর সাথে ঘরোয়া সমাবেশ করে মাঠে নামেন। বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোস্তফা কামালের পক্ষে মাঠে নেমে গণসংযোগ শুরু করে। ঢাকা বিশ^বিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের সাবেক জিএস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ১নং সহ সভাপতি গোলাম মোস্তফা কামাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে বাঞ্ছারামপুর উপজেলার হাজার হাজার মানুষ গোলাম মোস্তফার পক্ষে মাঠে নেমে নৌকায় ভোট প্রার্থনা করছে। গোলাম মোস্তফা কামাল এলাকার সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের উন্নয়নগুলো তুলে ধরার পাশাপাশি নিজের জন্য দোয়া প্রার্থনা করছেন।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী গোলাম মোস্তফা কামাল। নির্বাচনে বিজয়ী হলে উন্নয়ন ও অগ্রগতিতে দ্রুত বাঞ্ছারামপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

Side banner