গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি নালার পানি থেকে মিলন আকন্দ (৩০) নামের এক যুবকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার নালা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিলন আকন্দ ওই ইউনিয়নের তরফ জাহান গ্রামের দুলা আকন্দের ছেলে।
স্বজনরা জানায়, মিলন আকন্দ রবিবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ কারণে তাকে খোঁজাখুঁজি করা হয়। এরই একপর্যায়ে সোমবার সকালের দিকে বাড়ি অদূরে একটি নালার পানিতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
এ ঘটনার সত্যতা স্বীকার করে খোর্দ্দকোমরপুর ইউপি চেয়ারম্যান নওশা মিয়া বলেন, ওইস্থানে মিলন আকন্দের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেওয়া হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, নয়াপাড়া এলাকার নালা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।








































আপনার মতামত লিখুন :