কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে ও উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য দপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমরা চাই এ ধারা অব্যাহত থাকবে। উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে, সবাইকে এক সাথে কাজ করতে হবে বলে জানান।
তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নত করা, মাদক, অনলাইন জুয়া, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, বালু উত্তোলনসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের সকল কে সক্রিয় ভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
আরও বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারী সরকার, সদস্য সচিব সহঃ অধ্যাপক আবু হানিফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর অধ্যাপক নুর আলম মুকুল, রাজারভিটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলাম, মুদাফৎথানা সিডিউল্ড কাষ্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তসবিরুল হক (রকেট), চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল হক, পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আঃ আজিজ আকন্দ, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








































আপনার মতামত লিখুন :