মেহেরপুর-২ (গাংনী) আসনে মনােনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে গাংনীতে মহিলা দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে জেলার গাংনী উপজেলা শহরে বিক্ষােভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব প্রদান করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লাইলা আরজুমান বানু, গাংনী উপজেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা পারভীন,সাধারণ সম্পাদিকা নাসিমা খাতুন। এসময় হাজারো নারীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা পারভীন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লাইলা আরজুমান বানু। এসময় বক্তব্য রাখেন মহিলা দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন আওয়ামী দু:শাসনের সময় দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে সব ধরণের সহযোগিতা করে আসছেন। কিন্তু তাকে বাদ দিয়ে কিভাবে অন্যকে মেহেরপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হলো।
এ মনোনয়ন পুনর্বিবেচনা করে জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেয়ার দাবি জানান।








































আপনার মতামত লিখুন :