মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বলেছেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা-খাতে যুগোপযোগী পরিবর্তন আনা হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একসময় শিক্ষার্থীদের নকলের মাধ্যমে হাতে লিখে পাস করানোর প্রবণতা ছিল। এতে শিক্ষার মান উন্নত হয়নি, জাতিরও উন্নতি হয়নি। শিক্ষার ভিত্তি দুর্বল থাকলে কোনো জাতিই এগোতে পারে না। আজকের বাস্তবতায় অনেক শিক্ষার্থী নিজেদের নামের ইংরেজি বানানও সঠিকভাবে লিখতে পারে না-এটি অত্যন্ত দুঃখজনক।
আমজাদ হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দল-মতের ঊর্ধ্বে থাকা উচিত। ধানের শীষের প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে যদি তিনি এমপি নির্বাচিত হন, তাহলে কলেজের সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে শিক্ষকদের অধিকার ও দাবি সরকারের কাছে তুলে ধরবেন। শিক্ষা ব্যবস্থার যেসব অসংগতি রয়েছে সেগুলো দূর করে আধুনিক ও উন্নত শিক্ষাব্যবস্থা গড়ে তুলবেন।
পরে তিনি কলেজের শিক্ষার্থীদের সাথেও মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা-খাতে যুগোপযোগী পরিবর্তনের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করা হবে। শিক্ষক সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রযুক্তিগত ঘাটতি দূর করতে জাতীয় পর্যায়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। নকলের সংস্কৃতি চিরতরে বন্ধ করে যোগ্যতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করাই হবে প্রথম লক্ষ্য।
মত বিনিময় সভায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা উন্নয়ন কর্মসূচির লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। মতবিনিময় শেষে আমজাদ হোসেন কলেজের শ্রেণিকক্ষ, প্রশাসনিক ভবন ও পরীক্ষার হল পরিদর্শন করে বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপাধ্যক্ষ নাসির উদ্দীন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, বিএনপি নেতা শাজাহান সেলিম, মুস্তাফিজুর রহমান বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, জেলা ছাত্রদলের সহসভাপতি রেজওয়ানুল হক ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শিক্ষক-শিক্ষার্থীরা।








































আপনার মতামত লিখুন :