Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শিশু সন্তানকে নিয়ে আত্নহত্যা করতে গিয়ে গৃহবধু নিহত


দৈনিক পরিবার | বাবুল রহমান রবিন এপ্রিল ২, ২০২৪, ০২:২৩ পিএম শিশু সন্তানকে নিয়ে আত্নহত্যা করতে গিয়ে গৃহবধু নিহত

গাইবান্ধায় কোলের শিশু সন্তানকে নিয়ে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধু নিহত হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন এক কলেজ ছাত্র। এ ঘটনায় কোলে থাকা শিশু পুত্র আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় গাইবান্ধা শহরের আদর্শ কলেজ সংলগ্ন রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা পৌরসভার ৫ নং ওয়ার্ড  কাউন্সিলর আব্দুস সামাদ রোকন জানান, পারিবারিক কলহের জেরে পৌর এলাকার মাঝি পাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী রাজিয়া বেগম সকালে তার এক বছরের শিশু পুত্র আবির হোসেনকে নিয়ে আত্নহত্যা করতে রেল লাইনে যায়। গাইবান্ধা রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন আসতে থাকলে রাজিয়া তার শিশুপুত্রকে কোলে নিয়ে রেল লাইনে দাড়িয়ে থাকে। এসময় তাদের দেখতে পেয়ে কলেজ ছাত্র জুবায়ের তাদের বাচাতে যায়। কোলের শিশু পুত্র আবিরকে রক্ষা করতে পারলেও ওই নারী ও জুবায়ের ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।
নিহত জুবায়ের এসকেএস স্কুল এন্ড কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র এবং সাঘাটা উপজেলার ভরতখালীর জাহিদুল ইসলামের ছেলে।

Side banner