পাইকগাছা থানা পুলিশ গাজা গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ২ টার দিকে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের মোঃ নাজমুল সরদার (২৮) বাড়িতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ টি গাঁজা গাছ উদ্ধার করে। সে বাড়ির উঠানে চাষ করতো। এসময় পুলিশ ৫টি গাজা গাছসহ সাহাপাড়া গ্রামের মোঃ শাহ আলম সরদারের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল সরদার (২৮) ও মোঃ রহিম সরদারের পুত্র মোঃ সোহাগ সরদার (১৯) কে আটক করে। এ বিষয় থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, গাজা গাছসহ আটক ব্যক্তিদের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মাদক মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে থানা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।
আপনার মতামত লিখুন :