Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সোনাতলায় পটোলের চারা কর্তনের অভিযোগ


দৈনিক পরিবার | শামীম হোসেন সুজন এপ্রিল ৩, ২০২৪, ০৯:৫৪ পিএম সোনাতলায় পটোলের চারা কর্তনের অভিযোগ

বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হাট করমজার নওদাবগা মৌজায় ৪০ শতক জমিতে রোপণ করা পটোল ক্ষেতের পটোলসহ সকল পটোল চারা শত্রুতামূলকভাবে উপড়িয়েছে দুর্বৃত্তরা। এ অভিযোগে বুধবার (৩ এপ্রিল) সোনাতলা থানায় লিখিত অভিযোগ করেছেন হাট করমজা গ্রামের মৃত খবিবর রহমানের ছেলে মো. সুলতান হাবীব স্বপন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তিনি বিভিন্ন ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। সোনাতলা উপজেলার নওদাবগা মৌজার ৪৪৩৬ নং দাগের ৪০ শতক জমিতে সম্প্রতি লক্ষাধিক টাকা ব্যয় করে পটোল চাষ করেছেন। ৩ এপ্রিল সকাল ৮ টার দিকে জমিতে গিয়ে দেখতে পান সকল পটোল গাছ উপড়ে ফেলা হয়েছে। এতে তিনি চিৎকার-চেচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন।
তিনি আরও উল্লেখ করেছেন, গত ২ এপ্রিল রাত অনুমান ৮ টা হতে ৩ এপ্রিল সকাল ৭ টার মধ্যে কোন সময় দুর্বৃত্তরা পটোলসহ পটোলের গাছ উপড়ে ফেলে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি সাধন করেছে।
এ ব্যাপারে সোনাতলা থানার সাব ইন্সপেক্টর মাহমুদুর রহমান জানিয়েছেন, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহাও অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

Side banner