Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দেবহাটায় বাজেট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ


দৈনিক পরিবার | ইব্রাহীম হোসেন মে ৫, ২০২৪, ০৯:০৮ পিএম দেবহাটায় বাজেট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

দেবহাটায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিব ও এএসিসিওগনের জন্য স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ে ২দিনের কোর্স উদ্বোধন হয়েছে।
রবিবার (৫ মে) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা সভাকক্ষে এ কোর্সের উদ্বোধন করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মাশরুবা ফেরদৌস।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল সহ ৫টি ইউনিয়নের ইউপি সচিব, সদস্যগন উপস্থিত ছিলেন। কোর্সটি আগামী সোমবার সমাপ্ত হবে।

Side banner