Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ১৩ হাজার পরিবার


দৈনিক পরিবার | মিজানুর রহমান এপ্রিল ৮, ২০২৪, ০৭:৪৫ পিএম ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ১৩ হাজার পরিবার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে সারাদিন ব্যাপি চাল বিতরণ করা হয়। ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. আব্দুল্লাহ আল মামহমুদ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, ইউপি সচিব শাহানাজ পারভীন, ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির প্রমুখ। জানা গেছে, এ উপজেলার ১নং কাংশা ইউনিয়নে ২ হাজার ৪৪৭টি, ২নং ধানশাইল ইউনিয়নে ১ হাজার ৬৮৮টি, ৩নং নলকুড়া ইউনিয়নে ২ হাজার ১৯৩টি, ৪নং গৌরিপুর ইউনিয়নে ১ হাজার ২৩০টি, ৫নং ঝিনাইগাতী সদরে ২ হাজার ১৭৫টি, ৬নং হাতিবান্দা ইউনিয়নে ৯২৯, ৭নং মালিঝিকান্দা ইউনিয়নে ১ হাজার ৯৬৫টি উপজেলায় মোট-১৩ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

Side banner