Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

লাখাইয়ে অসহায় হুসনাকে নির্যাতন


দৈনিক পরিবার | শাহ্ মো. মামুনুর রহমান সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৬ পিএম লাখাইয়ে অসহায় হুসনাকে নির্যাতন

হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামে অসহায় পরিবারের হুসনা (৩৭) নামে এক মহিলা কে দীর্ঘদিন যাবৎ মারপিট ও নির্যাতন করে আসছে একই গ্রামের দিলু মিয়া ও তার পরিবারের লোকজন।
স্থানীয় সুত্রে জানা যায়, হোসনা তার এক ছেলে নিয়ে অতি কষ্টে জীবন যাপন করে আসছে। তার মা, বাবা ভাই বোন বলতে কেউ নেই। প্রতি পক্ষের লোকজন তার জায়গার উপর কু দৃষ্টি পড়ে এবং তার জায়গা জোরপূর্বক ভাবে দখল করার পায়তারা করে আসছে।
এ বিষয়টি নিয়ে নির্যাতিত হুছনা লাখাই থানার বারবার অভিযোগ দায়ের করলেও এর সুবিচার হয়নি।
বর্তমানে সে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। তিনি সুবিচার পাওয়ার জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছেন।

Side banner