হবিগঞ্জে পারিবারিক মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে শ^শুর বাড়ির লোকজনের হামলায় ডুবাই প্রবাসী সুহেল মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয়্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল অনুমান ৩টার দিকে হবিগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এ হামলার ঘটনা টি ঘটে। আহত সুহেল মিয়ার গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানসি গ্রামের মতলিব মিয়ার পুত্র।
গত বৃহস্পতিবার সুহেল মিয়ার স্ত্রীর মামলার ছিল তারিখ সে হবিগঞ্জ কোর্টে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঐ স্থানে পৌঁছলে এ সময় তার শালা সুহান মিয়া, শ^শুর জিতু মিয়া সহ ৪/৫ জনের একদল লোক তাকে হামলা ও মারধর করে গুরুতর আহত করে নগদ টাকা সহ লুটপাট করে নিয়ে যায়।
এসময় তার সুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :