Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী


দৈনিক পরিবার | শাহিন নুরী নভেম্বর ২৩, ২০২৪, ০৮:১২ পিএম প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী

প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা 'র গৌরবোজ্জ্বল ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ নভেম্বর ২০২৪ ইং তারিখে র‌্যালী ও আলোচনা সভা  অনুষ্ঠিত। ৩য় প্রতিষ্ঠা উপলক্ষে শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে গাইবান্ধা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পাবলিক লাইব্রেরী মিলায়াতন এসে মিলিত হয়। 
আলোচনা অনুষ্ঠানের কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্যে  দিয়ে অনুষ্ঠান শুরু হলেও জুলাই  আগষ্টের বিপ্লব এর মধ্যে দিয়ে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন, সেই ছাত্র জনতার জনতার শহীদ এর স্বরনে এক মিনিট  নিরাবতা পালন করা হয়।
প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ ফরমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহামুদ আল হাসান। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ (আইডিইবি) গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক জানে আলম সোহেল, সদর উপজেলার প্রকৌশলী মোঃ বাবলু মিয়া,  সদর উপজেলার উপসহকারি  প্রকৌশলি  যুবায়ের রহমান, প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা 'র সাধারণ সম্পাদক মোঃ রোকন-উদ-দৌলা।
উল্লেখ যে প্রধান অতিথি হিসাবে  গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ উপস্থিত থাকার কথা থাকলেও জরুরী ব্যস্ততা থাকায় কারণে তার প্রতিনিধি হিসাবে সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক  মোঃ মাহামুদ আল হাসান উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যে  সদর উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান বলেন গাইবান্ধা সদর উপজেলাকে মডেল সদর উপজেলা করতে গাইবান্ধা জেলা প্রশাসক  আমাদের নির্দেশনা প্রদান করেছেন। সদর উপজেলা হবে একটি মডেল উপজেলা। এই মডেল উপজেলার বিনোদনের প্রাণকেন্দ্র হবে গাইবান্ধার ঘাঘট লেক। আমাদের পরিকল্পিত নগরায়ন করতে হবে পরিকল্পিত নগরায়ন করতে প্রকৌশলীর বিকল্প নেই। রোগ হলে যেমন রোগীকে প্রথমে ডাক্তারের কাছে যেতে হয় তেমনি এই আধুনিক যুগে আধুনিক নগর গড়তে প্রকৌশলীর পরামর্শ নিয়ে  বাড়ি নির্মাণ করতে হবে।
 প্রকৌশলী কল্যাণ সংস্থার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল নতুন প্রকৌশলীদের জন্য শুভকামনা জানান। যারা মুল কাজ বাস্তববায়ন করেন তথা মিস্ত্রিদেরকেউ শুভ কামনা জানান। মিস্ত্রিদের আহবান করেন আপনাদের কাছে যে কেউ ভবন নির্মাণ করে চাইলে আপনারা অবশ্যই সেই ভবনটিকে প্রকৌশলী দ্বারা ডিজাইনের মধ্য দিয়ে কাজ  বাস্তবায়ন করার কথা বলবেন। তাহলে আগামী দিনে গাইবান্ধা জেলা হবে একটি উন্নত সমৃদ্ধশালী পরিকল্পিত নগরী।

Side banner