Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

বেলাবোতে পোশাকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ১৬, ২০২৫, ১০:১৯ পিএম বেলাবোতে পোশাকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ

নরসিংদীর বেলাবোতে এক পোশাকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেলোয়ার হোসেন রাজু (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী তার সন্তান নিয়ে নরসিংদীতে ভাড়া বাসায় থাকেন। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করেন। মোবাইলে তার পরিচয় হয় শাহজাহান (৩৫) নামে এক যুবকের সঙ্গে।
পরিচয়ের সূত্র ধরে শাজাহান ওই নারীকে শুক্রবার সন্ধ্যায় একটি বাসস্ট্যান্ডে নিয়ে যান। সন্ধ্যায় বাসস্ট্যান্ডের অদূরে একটি এনজিও অফিসে নিয়ে শাহজাহান ও দেলোয়ার হোসেন রাজু মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করেন। ঘটনার একদিন পর রবিবার দুপুরে বেলাবো থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেন ওই নারী। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে রাজুকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আরেক আসামি ধরতে চেষ্টা চলছে।

Side banner