Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
অভিযুক্ত গ্রেফতার

চকলেট দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ


দৈনিক পরিবার | নারায়ণগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ১০:০৯ পিএম চকলেট দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই শিশুটির মা ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দিলে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় দিকে কাশিপুর ফরাজিকান্দা থেকে অভিযুক্ত রেজাউল করিমকে (৪২) গ্রেফতার করে।
গ্রেফতার রেজাউল করিম ফতুল্লা মডেল থানার কাশিপুর ফরাজিকান্দার ইকবাল মিয়ার ভাড়াটিয়া তারা মিয়ার পুত্র। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটায় ফতুল্লার কাশিপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক সজিব জানান, গ্রেফতার রেজাউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

Side banner