Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

মাদারীপুরে ঘরে ঢুকে ইতালি প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:৫০ এএম মাদারীপুরে ঘরে ঢুকে ইতালি প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম

মাদারীপুরে নির্মাণাধীন ভবনে ঢুকে এক ইতালী প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বাধা দেওয়ায় ইতালী প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।  
আহতরা হলেন, সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নের পুরাণরাজার এলাকার জাহাঙ্গীর হাওলাদার ছেলে ইতালী প্রবাসী জুয়েল হাওলাদার, ঘটকচর এলাকার ইসকেনদার হাওলাদারের ছেলে সাহাবুদ্দিন হাওলাদার, সাহাবুদ্দিন হাওলাদারের স্ত্রী রুমা বেগম, নতুন শহর মাদারীপুর এলাকার ফেরদাউস লস্করের স্ত্রী রহিমা বেগম। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইতালী প্রবাসী জুয়েল হাওলাদার মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকায় জমি কিনে সম্প্রতি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। সেই নির্মাণাধীন বাড়ির ভেতরে রাজমিস্ত্রিদের সাথে কথা বলছিলেন তিনি। এ সময় একদল দুর্বৃত্ত দেশীর অস্ত্রসহ নিয়ে জুয়েলের ওপর হামলা চালায়। এ সময় ইতালি প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। 
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

Side banner