Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

দি সেবা মাল্টিপারপাসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | আব্দুল হামিদ মার্চ ৩১, ২০২৪, ০৪:৩৮ পিএম দি সেবা মাল্টিপারপাসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যত নিরাপদ আশ্রয় প্রতিপাদ্য নিয়ে ২০০৭ সালে সন্দ্বীপের এনাম নাহার মোড়ে প্রতিষ্ঠিত দি সেবা মাল্টিপারপাসের বার্ষিক সাধারণ সভা শনিবার (৩০ মার্চ) প্রতিষ্ঠানের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি সেবা মাল্টিপারপাসের সভাপতি সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল আলম।
দি সেবা মাল্টিপারপাসের সাধারণ সম্পাদক মাইনউদ্দীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মনি, প্রতিষ্ঠানের সহ সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি মাস্টার কারিমুল মাওলা, সদস্য কমল কান্তি রায়, জামশেদুর রহমান ছোট্টন, মো. মামুন ও ব্যবস্থাপক হামিদ মাওলা সিজার প্রমুখ।
সাধারণ সভায় প্রতিষ্ঠানের বিগত বছরের আয় ব্যয় সম্পর্কে সভাপতি ওমর ফারুক লিখিত বক্তব্যে জানান, তাদের মজুদ তহবিল ৫,৭৩,৭০৫, ব্যাংক স্থিতি ৭১,০১,৬৭৪, মাঠে বিনিয়োগ ৬,১৬,৯৪,২২৩, শেয়ার মুলধন ১,০৩,৩৫,৯৩৪, সঞ্চয় ৯০,০২,১,১৬২।

Side banner