Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
গাংনীতে

ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত


দৈনিক পরিবার | গাংনী (মেহেরপুর) প্রতিনিধি নভেম্বর ২১, ২০২৪, ১২:২২ পিএম ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে ডাচ্ বাংলা ব্যাংক গাংনী এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিকেল ৩ টার দিকে গাংনী ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের সামনে আয়োজিত এ সমাবেশ ও উঠান বৈঠকে বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা অংশ গ্রহণ করেন। 
নতুন গ্রাহক সংগ্রহ ও লেনদেন বৃদ্ধি করার লক্ষ্যে এই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডাচ্ বাংলা ব্যাংকের গাংনী এজেন্ট খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং কুষ্টিয়া রিজিওন এর রিজিওনাল হেড তারেক সালাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং মেহেরপুর এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলাম, এরিয়া ম্যানেজার ফেরদৌস আলম তালুকদার, সেলস ম্যানেজার ইউনুছ আলী, স্বদেশ সীড এর ব্যবস্থাপনা পরিচালক মাজেদুল হক মানিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ গ্রাহকবৃন্দ।
এসময় ডাচ্ বাংলা গাংনী এজেন্ট ব্যাংকে নিঃসংকোচে টাকা লেনদেন করার জন্য আহবান জানান উপস্থিত ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Side banner