Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিডি পেইন্টসের কিউআইওতে আবেদন শুরু রোববার


দৈনিক পরিবার মে ১৯, ২০২২, ০৫:৫৭ পিএম বিডি পেইন্টসের কিউআইওতে আবেদন শুরু রোববার

ঢাকা: পুজিঁবজারে এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টসের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন আগামী ২২ মে শুরু হবে। আবেদন করা যাবে ২৬ মে পর্যন্ত।  

বৃহস্পতিবার (১৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত ১২ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮২০তম কমিশন সভায় কোম্পানিটিকে বাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে।

কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে ভবন নির্মাণ, যন্ত্রপাতি স্থাপন, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

২০২০-২১ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৭ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৯৪ টাকা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি।

Side banner