Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

ধামরাই মডেল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব


দৈনিক পরিবার | ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানুয়ারি ২৬, ২০২৫, ০৫:০০ পিএম ধামরাই মডেল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

ঢাকার ধামরাইয়ে ধামরাই মডেল স্কুল এন্ড কলেজে জাঁকজমকপূর্ণ ভাবে শীতকালীন পিঠা উৎসব পালন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারী) সকালে ওই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পিঠা উৎসব পালন করা হয়। 
প্রতিবারের ন্যায় এবারও ধামরাই মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব পালন করা হয়। এতে প্রায় ২০ প্রকার পিঠার প্রদর্শনী করা হয়েছে। স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক স্বতঃস্ফূর্ত ভাবে পিঠা উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ নিজ নিজ বাসা থেকে পছন্দের পিঠা তৈরি করে স্কুলের ওই পিঠা উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পিঠাগুলো হলো- ভাপা পিঠা, পাটি সাপটা, দুধ কলি, কেক, সংসার পিঠা, পাকন সংসার, চিতই পিঠা, তেলের পিঠা, কুলি পিটাসহ নানা ধরনের বাহারি রং ও স্বাদের পিঠা সাজানো হয়েছে। 
তবে স্কুলের পক্ষ থেকেও ফ্রি পিঠার আয়োজন করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের শিক্ষকদের কাছে থেকে টুকেন নিয়ে দেখালেই ফ্রি পিঠা দিচ্ছেন খাওয়ার জন্য। স্কুলের ভিতর শিক্ষার্থীদের মাঝে খুশির বার্তা বইয়ে চলছে। 
স্কুলের একাধিক শিক্ষার্থী বলেন, প্রতি বছরই স্কুলে পিঠা উৎসবের আয়োজন করা হয়। আমাদের অনেক আনন্দ লাগে। আগের দিন বাসায় পিঠা তৈরি করে পরের দিন স্কুলে নিয়ে অনুষ্ঠানে অংশ গ্রহণ করি। স্কুল থেকে আমাদের ফ্রি পিঠা খাওয়ানো হয়। শুধু স্কুল থেকে একটি টুকেন দেন। টুকেন দিলেই ফ্রি পিঠা দেন।
স্কুলের সহকারী শিক্ষক মালতি পাল ও আফরিনা আক্তার লতা বলেন, শীতকালীন পিঠা উৎসব প্রতিবারই স্কুলের পক্ষ থেকে করা হয়ে থাকে। স্কুল ফ্রি পিঠার আয়োজন করেন। এখানে পিঠা তৈরি করে সকলের মাঝে ফ্রি খাওয়ানো হয়। এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকরা বাসা থেকে পিঠা তৈরি করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ধামরাই মডেল স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম, আমরা স্কুলের পক্ষ থেকে পিঠার আয়োজন করে থাকি। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নিজ নিজ বাসা থেকে পছন্দের পিঠা তৈরি করে স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রতিবছর শীতের মৌসুমে এই পিঠার আয়োজন করা হয়। এতে সকলের মাঝে আনন্দের আমেজ বইতে থাকে।

Side banner