Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
দশদোনা উচ্চ বিদ্যালয়

বাঞ্ছারামপুরে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


দৈনিক পরিবার | ফজলে রাব্বি রিফাত মে ২০, ২০২৩, ০৩:৩৮ পিএম বাঞ্ছারামপুরে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন কনকর্ড গ্রুপের সাবেক পরিচালক ও রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য আলহাজ্ব শাহ কামালউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন, অধ্যক্ষ সাজ্জাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন, মোবারক হোসেন নাছিম ও ২ নং ওয়ার্ড কমিশনার ওয়ালী আশরাফ প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, দড়ি নাচ, মোরগ লড়াই, বিস্কুট খেলা, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজ সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জাতীয় সংগীত ও কুচকাওয়াচের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার  বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল উদ্দিন জুয়েল।

 

Side banner