প্লে-গ্রুপ হইতে দশম শ্রেণি পর্যন্ত সময় উপযোগী আধুনিক বিজ্ঞান, মানবিক গুণ, সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নজিব-সলেমা শিক্ষা একাডেমি প্রতিষ্ঠান শুক্রবার বিকেলে (২৯-১১-২০২৪ ইং) শুভ উদ্বোধন করা হয়েছে।
সীমান্ত ঘেঁষে হরিপুর উপজেলার অবহেলিত জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবী ছিলো, এলাকায় একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক। সেই লক্ষে ডাঃ আজমল হক তার পিতামাতার স্মরণে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। ডাঃ আজমল হকের পিতা নজিব উদ্দিন একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন।
ডাক্তার আজমল হক জানান, তার চিকিৎসা সেবাকেন্দ্র করার পরিকল্পনা ছিলো, কিন্তু এলাকার মানুষের কথা চিন্তা করে, এই শিক্ষা প্রতিষ্ঠান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষায় মানসম্মত মানবিক, সামাজিক মূলবোধ, নৈতিক শিক্ষায়, দক্ষ মানব গোষ্ঠি গড়ে উঠবে। এমনটাই তিনি জানিয়েছেন এবং এলাকার সুধীজনে সকলের সহযোগিতায় চান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হরিপুর সরকারী মোসলেম উদ্দিন ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. সৈয়দুর রহমান, পীরগন্জ সরকারি কলেজে প্রভাষক মো. আবু বক্কর সিদ্দিক, হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, রুটস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজাদ আলী, ৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রয়েল, যাদুরানী আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক মো. জিল্লুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মো. মোজ্জাফর হোসেন, খোলড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জালাল উদ্দীন, তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. জমসেদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও এলাকার সুধীজন।
একাডেমি সার্বিক পরিচালনায় করবেন ডাঃ মোঃ আজমল হক।
আপনার মতামত লিখুন :