Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
কিশোরগঞ্জ স্বাস্থ্য সহকারী নিয়োগে 

সিভিল সার্জনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ


দৈনিক পরিবার | শহীদুল ইসলাম  সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৯:১২ পিএম সিভিল সার্জনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ

কিশোরগঞ্জ সিভিল সার্জনের অধীনে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে আত্মীকরণ, অনিয়ম, দুর্নীতি ও বৈষ্যম্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী স্বাস্থ্য সহকারীরা। 
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে বৈষ্যম্যের শিকার স্বাস্থ্য সহকারীবৃন্দ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. হাবিবুর রহমান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জেলার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের বর্মা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. হাবিবুর রহমান গত ২০ জানুয়ারি দামিহা ইউনিয়নের ২নং ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী পদে যোগদান করে প্রায় তিনমাস যাবৎ নিয়মতান্ত্রীকভাবে চাকরি করে বেতন ভাতা প্রাপ্ত হয়। তার বিরুদ্ধে কোন প্রকার মামলা বা স্থানীয় অভিযোগ ছাড়াই কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. অভিজিত শর্মার মৌখিক নির্দেশে তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতিশ দাশ রাজিব স্বাস্থ্য সহকারী মো. হাবিবুর রহমানকে দাপ্তারিক কার্যক্রম থেকে বিরত রাখেন। পরে পুনরায় পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে গত ১৯ আগস্ট সিভিল সার্জন কার্যালয়ের স্মারক নং- সিএস/কিশোর/প্রশাসন/২০২৫/১৮৮৩৬ স্মারক মোতাবেক অফিস আদেশে তার নিয়োগপত্র বাতিল করেন। বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয় ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ২নং ওয়ার্ডে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। 
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্মারক নং- সিএস/কিশোর/প্রশাসন/২০২৫/২১৫১০, তারিখ ১৭.০৯.২০২৫ইং মোতাবেক তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের গজারিয়া গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে শামীম আহম্মদকে ২নং ওয়ার্ডে নিয়োগ প্রদান করা হয়। যার রোল নম্বর ২৪৩৮১৪০১৬৫১। সে দামিহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে আবেদন করে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত ৫জনের নিয়োগ বাতিল করে অনিয়ম ও আত্মীকরণের মাধ্যমে কিশোরগঞ্জ সিভিল সার্জনের অধিনস্থ কর্মকর্তা-কর্মচারীদের নিকট আত্মীয়দের নিয়োগ দেন। 
তার মধ্যে উল্লেখ করেন,  সিএস অফিসে কর্মরত মেডিকেল অফিসার ডা. পল্লব দেবনাথের বোন অন্তরা দেবনাথ, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) বোরহানের ভাগনি সুর্বনা, ভৈরব উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শকের মেয়ে নূরে জান্নাত মেধা, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফজলুর রহমানের ভাগ্নি জামাই শামীম আহমাদ, পাবলিক হেল্থ নার্স নাজমুন নাহারের মেয়ে নীলাকে অনিয়ম ও অনৈতিক লেনদের মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়েছে বলে অভিযোগ করা হয়। 
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী স্বাস্থ্য সহকারী পপি আক্তার, মো. পাভেল মিয়া, রুবেল মিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা বলেন, সংক্ষুব্ধরা যেকোনো অভিযোগ করতেই পারে তবে আমরা নিয়মতান্ত্রীকভাবেই নিয়োগ কর্যক্রম সম্পাদন করেছি। কোনো রকম অনিয়ম বা অনৈতিক লেনদেন সর্ববৈব মিথ্যা।

Side banner