Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে ভুয়া ডাক্তার কামাল গ্রেফতার


দৈনিক পরিবার | মো. মহিউদ্দিন মার্চ ২৫, ২০২৪, ০৯:০৯ পিএম শাজাহানপুরে ভুয়া ডাক্তার কামাল গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে মো. কামাল হোসেন খান (৫২) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শাজাহানপুর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার শাহাদাত হোসেন বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।
রোববার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় একটি প্রাথমিক চিকিৎসালয় নামক প্রতিষ্ঠান থেকে এ ভুয়া ডাক্তারকে আটক করা হয়। গ্রেফতারকৃত কামাল হোসেন বতর্মান ঠিকানা উপজেলার রহিমাবাদ সি-ব্লক এলাকার মো: শহিদ খানের ছেলে এবং ম্যাক্স কেয়ার ক্লিনিকের স্বত্বাধিকারী। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম। পুলিশের এই কর্মকর্তা জানান গোপন সংবাদের ভিত্তিতে, বিশেষ অভিযানে বগুড়া জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান ও সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাক্তার সাজ্জাদ-উল-হকের নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে এ কামাল হোসেনের নয়মাইল এলাকায় প্রাথমিক চিকিৎসালয় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কামাল দীর্ঘদিন ধরে নিজেকে বিশেজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালত এর বিচারক কাগজপত্র দেখতে চাইলে তিনি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর পরিপন্থী হওয়ায় তাকে পুলিশে সোপর্দ করা।তিনি আরো বলেন, কামাল হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯(২) ধারা অনুযায়ী শাজাহানপুর মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে নিকট সোপর্দ করা হবে।

Side banner