Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

মিয়ানমার থেকে দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশী


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১২:০১ পিএম মিয়ানমার থেকে দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশী

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশী। শনিবার (২৮ সেপ্টেম্বর) সিতওয়ে বন্দর থেকে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। সব ঠিক থাকলে রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোরেই দেশে পৌঁছাবে তারা।
ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ প্রত্যাগত বাংলাদেশীদের বহন করছে। তাদের মধ্যে ৫৬ জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়। বাকিরা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার।
দেশে ফেরত আসা এসব বাংলাদেশিদের মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।
এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেট মোট ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে ভূমিকা সক্রিয় পালন করেছে।
সর্বশেষ জুনে ৪৫ জন বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

Side banner