Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি, মার্কিন নাগরিক কারাগারে


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:৩৫ এএম মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি, মার্কিন নাগরিক কারাগারে

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে (৫৫) কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন রমনা মডেল থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. আজিজুল হাকিম। 
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) দিন ধার্য করেন।
রমনা থানায় হওয়া সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়া এলাকায় একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এনায়েত করিম চৌধুরী। ওই সময় তার গাড়িটি থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে না পারায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ সময় তার কাছ থেকে পাওয়া দুটি আইফোন জব্দ করা হয়। প্রাথমিকভাবে ফোন বিশ্লেষণ করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
এ বিষয়ে রমনা বিভাগের একজন পুলিশ কর্মকর্তা জানান, মন্ত্রিপাড়ায় এনায়েত করিমের ঘোরাফেরা সন্দেহজনক মনে হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Side banner