নিউ ইয়র্কের প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’ তাদের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। আগামী ২ নভেম্বর কুইন্সের টেরেস অন দ্য পার্ক মিলনায়তনে এ সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে।
জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে উৎসবের ঘোষণা দেয় সংগঠনটি।
এতে লিখিত বক্তব্য পড়ে শোনান তাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সভাপতির বক্তব্য দেন আতাউর রহমান সেলিম।
তারা জানান, উৎসবে থাকবে সাবেক কর্মকর্তাদের সংবর্ধনা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী, আলোচনা সভা, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের পরিবেশনা, কমিউনিটিতে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মূল আয়োজনের আগে থাকবে স্মরণসভা, দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি।
সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সাবেক সভাপতি মইনুল ইসলাম মিয়াকে চেয়ারপারসন, কার্যকরী কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ানকে আহ্বায়ক এবং সাবেক সভাপতি হামিদুজ্জামান খানকে প্রধান উপদেষ্টা করে একটি কমিটি গঠন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :