Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

বাঞ্ছারামপুরে মোবাইল কোর্ট অভিযান, জরিমানা আদায়


দৈনিক পরিবার | ফজলে রাব্বি রিফাত সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:৪০ এএম বাঞ্ছারামপুরে মোবাইল কোর্ট অভিযান, জরিমানা আদায়

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। 
শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা পরিষদের সম্মুখে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রবিউল হাসান ভূইয়া।
অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেল ও সিএনজি চালানোর অপরাধে ৩ জন চালককে মোট ২৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। জনগণের নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Side banner