Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কবি বাগ্ময়ী দত্তের কবিতা


দৈনিক পরিবার | কবি বাগ্ময়ী দত্তের কবিতা মে ২৯, ২০২৩, ০৯:৪২ এএম কবি বাগ্ময়ী দত্তের কবিতা

দ্বগ্ধ প্রাণ
ঘুম আসে না আজ যে আমার
পাই না মায়ের কোল,
মাথার চুলে বিলি কেটে
কে দিবে সুখের দোল।
স্মৃতির ঝাঁপি দিচ্ছে উঁকি
খুঁজছি সেই সোনাঝরা মুখ,
সে যে আমার মা জননী
যেথায় ছিল মোর স্বর্গসুখ।
তোমার স্নেহের পরশ মাগো
পাই যে বুকের মাঝে,
সারাটি ক্ষণ থাকো তুমি
সতত মোর কাজে।
তোমার হাসির সুমধুর সুর
মোর কানে আজও বাজে,
মনে হয় তুমি আছো মোর সাথে
সকাল-দুপুর-সাঁঝে।
তোমার চুড়ির নিক্কন ধ্বনি
আজও শুনতে পাই,
ঐ বুঝি তুমি আছো ঐ ঘরে
দেখতে যে ছুটে যাই।
মাগো! বুকের ভেতর হাহাকার করে
জমানো দুঃখ-ব্যথা,
কতদিন দেখি না মুখখানি তোমার
শুনি না তোমার কথা।
চোখ বুজে নিঃশ্বাসে মাগো
পাই তোমার শরীরের ঘ্রাণ ,
কোমল পরশে মধুর আবেশে
জুড়াই মোর দ্বগ্ধ প্রাণ।


হাহাকার


বলেছিলাম তোমায় ফিরে যেতে
তোমার আপন ভূবনে
আমিও ফিরবো বলে
আমার চিরায়ত যাপিত জীবনে
কিছুই হলো না
না আমি পেরেছি ফিরে যেতে
না তোমায় ফিরিয়ে দিতে
বুকের ভেতর প্রচণ্ড হাহাকার
আর চোখের তৃষ্ণা
আমাকে পুড়িয়ে মারছে
দিকভ্রান্ত আমি ছুটে চলেছি
তোমা’ পানে
অবিরামথ


মনুষ্যত্ব

মনুষ্যত্ব শব্দ টা শুধুই যেন আভিধানিক
দিবারাত্রি খুঁজে ফিরি যেন হীরা-মানিক।
মনুষ্যত্ব ঘুমায় এখন বই কিতাবের ভাঁজে
ব্যর্থ এই মানব জীবন যদি না লাগে কাজে।
দয়া-মায়া প্রেম-প্রীতি আছে কিনা খোঁজো
অন্যের মঙ্গল চিন্তা নিজ হৃদয়ে পুজো।
প্রসারিত করো নিজ হস্ত, করো দুঃখীর কল্যাণ
বেঁচে রবে তব কর্ম, হবে অমর অক্ষয় অম্লান।
অনাহারির মুখে অন্ন যোগালে তুমি যবে
নিজ হৃদয়ে ঈশ্বর স্থাপন করলে তুমি তবে।
অন্তর তব বিকশিত করো হানো তব পশুত্বকে
মাথা উঁচু করে বলিয়ান হও নির্লোভ অহংকারে।


বাগ্ময়ী দত্ত
অধ্যক্ষ
ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ

 

Side banner