Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

বোয়ালমারীতে লোক কবি আব্দুল গফফারের স্মরণে আলোচনা


দৈনিক পরিবার | মোহাম্মাদ ইমরান সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০২:১৮ পিএম বোয়ালমারীতে লোক কবি আব্দুল গফফারের স্মরণে আলোচনা

ফরিদপুরের বোয়ালমারীতে প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত প্রবীণ পত্রিকা পরিবেশক ও লোক কবি আব্দুল গফফারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ আয়োজন করা হয়।
স্মরণসভায় বক্তারা আব্দুল গফফারের মানবিক গুণাবলী, সাহিত্যকর্ম ও শায়েরীর দিকগুলো তুলে ধরেন। 
তারা বলেন, তিনি ছিলেন সুরের এক অনন্য জাদুকর, যিনি নিজস্ব ভঙ্গিতে কবিতা, শায়েরী ও সংবাদ পরিবেশন করতেন। তার পরিবেশনা শুনতে লোকসমাগম ঘটত। প্রয়াত এ লোক কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালন করেন চরধূপাপাড়া মাদ্রাসার মুহতামিম আব্দুল কুদ্দুস সুলতানী।
উক্ত সভায় বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আব্দুল গফফারের সহোদর, তিন সন্তান, এসডিসি এর সিনিয়র সহকারী খন্দকার নজরুল ইসলাম, সমাজ সেবক সুমন রাফি।
সাংবাদিক মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, ঢাকার ডাক প্রতিনিধি ও প্রচার সম্পাদক এম জামান, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমীর চারু বাবলু, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার অপু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, দৈনিক সংগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, আমার দেশ প্রতিনিধি এস এম রুবেল, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল খান, দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান প্রমুখ।

Side banner