Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
উপ-নির্বাচনে

৩ আসনে জাসদের প্রার্থী ঘোষণা


দৈনিক পরিবার | পরিবার ডেস্ক ডিসেম্বর ৩১, ২০২২, ১০:৩৮ পিএম ৩ আসনে জাসদের প্রার্থী ঘোষণা

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনের উপনির্বাচনে তিনটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শনিবার জাসদের কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পার্লামেন্টারি নমিনেশন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্ব অনুষ্ঠিত দলের পার্লামেন্টারি নমিনেশন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, অ্যাডভোকেট রবিউল আলম, মোশারেফ হোসেন, মীর হোসাইন আখতার ও আফরোজা হক রীনা।
পার্লামেন্টারি বোর্ডের সভায় তৃণমূল থেকে প্রস্তাবিত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার পর বগুড়া-৪ আসনে সাবেক এমপি ও বগুড়া জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া-৬ আসনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও শ্রমিক নেতা অ্যাডভোকেট ইমদাদুল হক এমদাদ এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
 

Side banner