Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সমন্বয়করা এখন চাঁদাবাজি টেন্ডারবাজি তদবির বাণিজ্যে ব্যস্ত


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ৩১, ২০২৫, ১০:২৭ এএম সমন্বয়করা এখন চাঁদাবাজি টেন্ডারবাজি তদবির বাণিজ্যে ব্যস্ত

ঝিনাইদহ জেলা বিএনপির জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস বলেছেন, সমন্বয়করা বৈষম্যবিরোধী কথা বলে নিজেরাই বৈষম্য করছে। তারা এখন চাঁদাবাজি-টেন্ডারবাজি ও তদবির বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়েছে। এ ছাড়াও নানা অপকর্মে জড়িয়ে পড়ছে তারা। গত কয়েকদিন আগে গুলশানে এক সমন্বয়ক চাঁদাবাজির সময় আটক হয়েছে। এটা আমাদের জন্য সুখকর নয়। ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে এসব অপকর্ম করে বেড়াচ্ছে।
বুধবার (৩১ জুলাই) রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনির্বাচিত সরকার দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। ভোটের কোনো দেখা আমরা পাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দিয়ে ফিরে যাওয়া। তবে তারা সেটা করছেন না।
নব্বইয়ের দশকের সাবেক এই ছাত্রনেতা বলেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করতে গিয়ে চারদিকে একটা নড়বড়ে অবস্থা তৈরি করে ফেলেছে। দেশে অরাজকতা বেড়েছে। যেখানে সেখানে মব সৃষ্টি করে অরাজকতা তৈরি করা হচ্ছে। এখন যারা সরকারে রয়েছে, তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে। তবে তারাও এখন স্বৈরাচারের ভূমিকা পালন করছে। এনসিপি নির্বাচনকে বিলম্ব করতে বিভিন্ন তালবাহনা করে বেড়াচ্ছে।

Side banner