Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

গাংনী সরকারি ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম অক্টোবর ১৪, ২০২৫, ০৪:৩২ পিএম গাংনী সরকারি ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

“জ্ঞান আর দক্ষতায় চলো নিজেকে গড়ে তুলি, সত্যের পক্ষে ন্যায়ের হেলাল পেতে ছুটো অবিরাম চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কলেজের হলরুমে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
গাংনী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাংনী উপজেলা সভাপতি শিহাব ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায়ী ও শিক্ষা সম্পাদক মো. গোলাম জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিবির সভাপতি আব্দুস সালাম, জেলা সেক্রেটারি মো. সাইদুর রহমান, সাবেক জেলা সভাপতি জয়নাল আবেদীন, মেহেরপুর সদর উপজেলা সভাপতি আবু রায়হান, মেহেরপুর সরকারি কলেজ সভাপতি কামরুল ইসলাম নাহিদ, এফডিইবি জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম বোরহান, গাংনী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক বায়েজিদ বোস্তামী ও শাহিদুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শুধুমাত্র ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য নয়; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও দায়িত্ববোধ নিয়ে সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। সঠিক ক্যারিয়ার পরিকল্পনা একজন শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে ক্যারিয়ার গাইডলাইন সেশনে নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

Side banner