Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

দিনের ভোট রাতে হবে না: আমজাদ হোসেন


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম নভেম্বর ১১, ২০২৫, ০৭:২৪ পিএম দিনের ভোট রাতে হবে না: আমজাদ হোসেন

মেহেরপুর ২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বলেছেন, দিনের ভোট রাতে হবে না, মানুষকে ভালোবেসে ভোট নিতে হবে।
সোমবার বিকালে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে পথসভায় তিনি কথা বলে।
তিনি আরো বলেন, আমার ভুল ভ্রান্তি থাকতে পারে তাই ভুলভ্রান্তি মনে ধারণ করে ধানের শীষকে ভুলে যাবেন না। ধানের শীষ প্রতীক এদেশের মেহনতী জনতার, ধানের শীষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের।
এই ধানের শীষকে রক্ষা করতে গিয়ে আপনারা গত ১৬ বছর জেল জুলুম হামলা মামলা নির্যাতন শিকার হয়েছেন। ধানের শীষ প্রতীকেই মানুষের মুক্তি মিলবে দেশের উন্নয়ন হবে। তাই সকলে মিলে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয় করতে হবে।
পথসভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রহমান মাস্টার।
গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর চেয়ারম্যান বলেন, আমজাদ হোসেন সৎ যোগ্য নেতা ২০০৮ সালে এমপি থাকাকালীন সময়ে নির্যাতন জেল জুলুম সহ্য করতে হয়েছে। এসব বিবেচনায় নিয়ে কেন্দ্র তাকে মনোনয়ন দিয়েছে। যেকোনো মূল্যে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে হবে।
এ সময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, উপাধ্যক্ষ নাসির উদ্দিন, কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হক, ছাত্রদল নেতা রেজওয়ানুল হক ইমন প্রমুখ।

Side banner