Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

মানুষ জামায়াতকে নেতৃত্বে দেখতে চায়: আব্দুল্লাহ তাহের


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৫:৫২ পিএম মানুষ জামায়াতকে নেতৃত্বে দেখতে চায়: আব্দুল্লাহ তাহের

বিভিন্ন সময়ে স্বৈরাচারদের শাসনে বিরক্ত হওয়ার কারণেই দেশের মানুষ জামায়াতে ইসলামীকে নেতৃত্বে দেখতে চায় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, যারা লুটপাট করে দেশকে বিপদে ফেলে পালিয়ে গেছে তাদেরকে এ দেশের মানুষ আর গ্রহণ করবে না। স্বৈরাচারদের শাসনে বিরক্ত হওয়ার কারণেই মানুষ এখন জামায়াতকে নেতৃত্বে দেখতে চায়।
তিনি বলেন, এদেশের মানুষ শুধু সৈরাচারের পতন ঘটায়নি, দেশ থেকে বিতাড়িত করেছে। মানুষ কোনো জালেমকে সহ্য করে না। তাই বিগত ফ্যাসিবাদদের গুরুত্বপূর্ণ পদ থেকে দ্রুত অপসারণ করতে হবে।
জামায়াতের নায়েবে আমির বলেন, অন্তবর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দিতে চায় জামায়াত। কিন্ত আমরা চাই সরকারও সংস্কারের একটা রোডম্যাপ দিক। সংস্কার যত দ্রুত হবে ততই উত্তম। কারণ কেয়ারটেকার সরকারের কাজই হচ্ছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
সরকারের উদ্দেশে আব্দুল্লাহ তাহের বলেন, শিক্ষা ব্যবস্থা থেকে ভারতীয় অপসংস্কৃতি ও অনৈসলামিক নীতি দূর করাসহ পাঠ্যপুস্তক থেকে জামায়াতের বিরুদ্ধে থাকা মিথ্যাচার মুছে ফেলতে হবে।
তিনি আরও বলেন, এশিয়ার সর্ববৃহৎ ব্যাংক ছিল ইসলামি ব্যাংক। এই ব্যাংককে যারা ধ্বংস করেছে তাদের অতিদ্রুত বিচার করতে হবে। যাকে চেয়ারম্যান বসানো হয়েছে তিনিও দুর্নীতিগ্রস্ত। অতিদ্রুত তাকে সরাতে হবে।
এ সময় তরুণদের উদ্দেশ্যে জামায়াতের নায়েবে আমির বলেন, নিজেকে গড়ো, ৩ মাসে রোকন হও। এদেশের নির্যাতিত মানুষ, বঞ্চিত মানুষ, পথহারা মানুষের কাছে যাও। মহানগরীর প্রতিটি ওয়ার্ড তোমরাই নেতৃত্ব দিবে।

Side banner